তারেক রহমানের জন্য বাসভবন প্রস্তুত করেছে বিএনপি
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে সামনে রেখে তার থাকার জন্য গুলশানে একটি বাসভবন প্রস্তুত করেছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এ বাসার পাশেই ভাড়া করা বাসভবন ‘ফিরোজা’-তে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সিদ্ধান্তে বেগম খালেদা জিয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়। কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে বাড়িটির দলিলপত্র তার হাতে হস্তান্তর করা হয়।
বর্তমানে ওই বাসায় থাকার জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সরেজমিনে দেখা গেছে, বাড়ির সামনে নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে এবং আশপাশের সড়কে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, তারেক রহমান সেখানে অবস্থান করবেন বলেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য পৃথক চেম্বার রাখা হয়েছে। এর আগে সেখানে চেয়ারপার্সন ও মহাসচিবের জন্য আলাদা কক্ষ ছিল।
আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমানের আগমনের জন্য দেশবাসী অপেক্ষায় রয়েছে। শৃঙ্খলাপূর্ণভাবে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন এবং সে লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে।
এ বিষয়ে সোমবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়, যেখানে অভ্যর্থনার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please share your comment: