মোদি বাংলাদেশের বিজয়কে নিজের হিসেবে উপস্থাপন করছেন: আখতার হোসেন

National Desk Published: 16 ডিসেম্বর 2025 19:12 পিএম

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। তিনি বলেছেন, “অবিলম্বে তাকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।”

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত অনুষ্ঠিত বিজয় র‌্যালিতে আখতার হোসেন এসব মন্তব্য করেন। র‌্যালিটি বাংলামোটর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

এছাড়া, আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এ নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের নয়; এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন।”

নির্বাচনী পরিবেশ নিয়েও এনসিপি নেতারা কঠোর মন্তব্য করেন। যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘তফসিলের পরদিন প্রার্থীরা গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; আমরা বিচারের দাবি করি।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যখন নির্বাচন কমিশন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দেয়। এই কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত।’

Please share your comment:

Related