বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

News Desk Published: 21 ডিসেম্বর 2025 19:12 পিএম

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়।

বেগম জিয়ার পক্ষে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, বগুড়া-৭ আসনটি বিএনপি চেয়ারপারসনের নিজের এলাকা হিসেবে পরিচিত এবং এখান থেকে তিনি এর আগে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মনোনয়ন সংগ্রহের পর লালু আরও বলেন, বগুড়ার আপামর জনসাধারণ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। নেত্রীর এই আসনে প্রার্থিতা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

Please share your comment:

Related