ভিন্নমত ও বৈচিত্র্যই গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি: রুহুল কবির রিজভী

National Desk Published: 21 ডিসেম্বর 2025 17:12 পিএম

সংগৃহীত

একটি সুস্থ গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা অত্যন্ত স্বাভাবিক এবং এই সবকিছুর সমন্বয়েই গণতন্ত্র পূর্ণতা পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংবাদপত্র ও সংবাদকর্মীদের ওপর অবর্ণনীয় নিষ্ঠুরতা চালানো হয়েছে। সম্পাদকদের প্রতিনিয়ত মামলার ঘানি টানতে হয়েছে এবং সামান্যতম ভিন্নমতের কারণে সাংবাদিক ও বুদ্ধিজীবীদের চরম আতঙ্ক ও যন্ত্রণার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয়েছে। যারা সত্য উচ্চারণ করেছেন, তাদের কাউকেই রেহাই দেওয়া হয়নি; হয় তাদের হুমকির মুখে থাকতে হয়েছে, না হয় কারাবরণ করতে হয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, এখনো কিছু ঘটনা আমাদের শঙ্কিত করছে। একজন তরুণ রাজনীতিকের মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। শরিফ ওসমান হাদির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা এই মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। রাজনৈতিক ভিন্নমতের কারণে কাউকে প্রাণ দিতে হবে—এমন সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গণতন্ত্র রক্ষায় সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, একটি পত্রিকায় নানা মুনির নানা মত থাকবে, বিদগ্ধজনরা সেখানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লিখবেন—এটাই স্বাভাবিক। কিন্তু কারো ব্যক্তিগত বক্তব্য বা মতপ্রকাশের কারণে কোনো গণমাধ্যম বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো কখনোই কাম্য হতে পারে না, বিশেষ করে এই ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে এটি অত্যন্ত দুঃখজনক।

পরিশেষে রিজভী মনে করিয়ে দেন যে, ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি লড়াই ছিল মানুষের অধিকার আদায়ের লড়াই, যার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র। বর্তমানেও বাকস্বাধীনতা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। তিনি অঙ্গীকার করেন যে, বিএনপি আগামী দিনে এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে প্রত্যেকের নির্ভয়ে কথা বলার অধিকার এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত থাকবে।

Please share your comment:

Related