হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের দাবি সারজিস আলমের

National Desk Published: 18 ডিসেম্বর 2025 23:12 পিএম

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত মিলেছে। হাদির খুনিদের যতক্ষণ ভারত বাংলাদেশে ফিরিয়ে না দেবে, ততক্ষণ বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।” একই সঙ্গে ইংরেজিতে তিনি যোগ করেন, “Now or Never. We are in a war!”

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।

হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

এই বক্তব্য ও দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন বক্তব্য কূটনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সরকার এ বিষয়ে কী অবস্থান নেয়, তা নিয়ে এখন সবার নজর।

Please share your comment:

Related