মেয়ে জাইমাসহ ৭ জনের টিকিট সংগ্রহ করলেন তারেক রহমান, ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন

News Desk Published: 18 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে থাকবেন তার মেয়ে জাইমা রহমানসহ মোট সাতজন। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে ঢাকার পথে যাত্রা শুরু করবেন তারা। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে।

এদিকে ট্রাভেল পাস সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছেন তারেক রহমান।

২০০৮ সালের সেপ্টেম্বরে কারামুক্ত হয়ে লন্ডনে পাড়ি জমানোর পর দীর্ঘ ১৭ বছর তিনি দেশের বাইরে ছিলেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি, যারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর তার এই প্রত্যাবর্তনকে বিএনপি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছে।

Please share your comment:

Related