তারেক রহমানের ফ্লাইটের সব টিকিট শেষ, দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক
দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগেই এ বিষয়ে জানানো হলেও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজ বক্তব্যে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এরপরই যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন, সেটির টিকিট সংগ্রহে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।
সূত্র জানায়, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। ওই ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত ৫০ জন নেতাকর্মী থাকার কথা রয়েছে। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তার।
তারেক রহমানের দেশে ফেরার খবরে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা একই ফ্লাইটে টিকিট পাওয়ার চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই ফ্লাইটটির সব টিকিট বিক্রি হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এদিকে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে বিদায় দিতে ভিড় না করার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বিমানবন্দরে ভিড় বা হট্টগোল সৃষ্টি হলে তা দেশের ও দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।
এর পাশাপাশি দেশে ফেরার আগে গুলশানে তার বাসভবন ও অফিস সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা জোরদারে বাড়ির চারপাশে সিসিটিভি, নতুন গেট ও পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, দেশে ফিরে তিনি গুলশানের দলীয় কার্যালয় থেকেই কার্যক্রম পরিচালনা করবেন।

Please share your comment: