সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, ব্যাখ্যা দাবি আমির ডা. শফিকুর রহমানের

National Desk Published: 15 ডিসেম্বর 2025 17:12 পিএম

ফাইল ছবি

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সিইসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তার ব্যাখ্যা দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় যখন সারাদেশের মানুষ সহমর্মিতা জানাচ্ছে, তখন সিইসির মন্তব্য হতাশাজনক।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো বিপ্লবী আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে—এমন রাষ্ট্রব্যবস্থা জনগণ আর চায় না। তিনি দাবি করেন, দীর্ঘ ৫৪ বছর জাতি সঠিক পথে এগোতে পারেনি। তবে অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছে, তা ধরে রাখলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করে জাতিকে ঐক্যবদ্ধ করা হবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সমালোচনা ন্যায্য ও সত্যনিষ্ঠ হলে তা তারা গ্রহণ করবেন, তবে বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।

সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য এখনো পূরণ হয়নি এবং ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া সরকারের ব্যর্থতা। এ জন্য তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

এ সময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, শাসকদের ব্যর্থতার কারণে দেশবাসী এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি এবং জাতীয় ঐক্য দুর্বল হওয়ার ফলেই সহিংসতার ঘটনা ঘটছে।

Please share your comment:

Related