আগামী সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা: তারেক রহমান

National Desk Published: 14 ডিসেম্বর 2025 23:12 পিএম

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তাদের প্রথম ও প্রধান দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, সর্বপ্রথম এই বিষয়টি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করতে পারলে অনেক জটিলতা আপনাতেই কমে আসবে এবং রাষ্ট্র পরিচালনার অন্যান্য কাজ শুরু করা সহজ হবে।

রোববার ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জন প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্টজন অংশ নেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের সময় সমাজের বিভিন্ন স্তরে অন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, যা ধীরে ধীরে এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। এই প্রবণতা বদলাতে হবে এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তিনি পানি সংকট, যানজট, নারী ও প্রান্তিক কৃষকদের সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।

বিএনপি ক্ষমতায় এলে ঢাকার যানজট কমানো, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া এবং শিক্ষিত নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি প্রান্তিক ও মাঝারি কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা, এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, অবকাঠামো নির্মাণে দীর্ঘ সময় না নিয়ে পাবলিক– প্রাইভেট অংশীদারত্বের মাধ্যমে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বিএনপি। সরকারি হাসপাতালের অতিরিক্ত রোগীদের রাষ্ট্রীয় ব্যয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাও করা হবে। দেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান।

Please share your comment:

Related