কানের নিচে গুলি লেগেছে ওসমান হাদির, অবস্থা আশঙ্কাজনক

National Desk Published: 12 ডিসেম্বর 2025 15:12 পিএম

ফাইল ছবি

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর প্রচারণায় অংশ নেওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগে তার বাম কানের নিচে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন জানান, হাদির মাথার পাশ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার অবস্থা সংকটজনক। জরুরি বিভাগের ওসেকে ইউনিটে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজি আহত হাদিকে হাসপাতালে পৌঁছে দেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "এ ধরনের হামলা শুধু হাদিকেই নয়, আমাদেরকেও ঝুঁকির মুখে ফেলেছে। তবুও গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব।"

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ জানান, ঘটনাস্থল যাচাইয়ে টিম পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Please share your comment:

Related