দেশ গড়ার পরিকল্পনা জনগণের জন্যই তৈরি: তারেক রহমান

National Desk Published: 11 ডিসেম্বর 2025 18:12 পিএম

ছবি : সংগৃহীত

বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় উদ্যোগ হলেও এর লক্ষ্য দেশের মানুষ—এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১১ তারিখ) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বিএনপির নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। দলের পরিকল্পনা তৃণমূলে পৌঁছে দিতে না পারলে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পাবে অন্যরা।

তারেক রহমান সতর্ক করে বলেন, সামনে নির্বাচন সহজ নয়। বিএনপি যদি এখনো দায়িত্বশীল না হয়, তবে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা আন্তরিকতা নিয়ে জনগণের কাছে গেলে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনা সম্ভব হবে।

Please share your comment:

Related