১০ দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: এ্যানি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার ভাষ্য অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এ মন্তব্য করেন এ্যানি। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিতে হলে তারেক রহমানকে সেখানে অবস্থান করতে হবে। তবে যদি তেমন পরিস্থিতি না হয়, তাহলে তিনি দ্রুত দেশে ফিরবেন। দুই থেকে চার কিংবা দশ দিনের মধ্যেই তার আগমন ঘটতে পারে বলেও জানান তিনি।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করে এ্যানি বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে চালানো নির্যাতন ও দমননীতির ফলেই খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাবন্দি রাখা হয়েছে এবং সেই সময় সুস্থ মানুষটি অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করেন তিনি।
এ্যানি আরও দাবি করেন, কারাগারে থাকা অবস্থায় তার খাবারেও বিষ মেশানো হয়েছিল। এসব ঘটনার জন্য শেখ হাসিনাই দায়ী বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
নারী নেতাকর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান প্রজন্মের নারীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Please share your comment: