চব্বিশের গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় জাতীয় ঐক্যের ডাক মির্জা ফখরুলের
মতভেদ থাকলেও যেন চব্বিশের গণঅভ্যুত্থানের আত্মত্যাগ বিফলে না যায়—সে জন্য সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও সেই ভিন্নমত যেন গণঅভ্যুত্থানের সাফল্যকে প্রশ্নবিদ্ধ না করে, সে বিষয়ে সবার সচেতন থাকা জরুরি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো রচিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, তা আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ প্রয়োজন। বিভক্তি নয়, বরং ঐকমত্যই পারে ঐতিহাসিক এই অর্জনকে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে।
তিনি প্রয়াত লেখক ও চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহর অবদানের কথা স্মরণ করে বলেন, বিএনপির রাষ্ট্রগঠনবিষয়ক ‘ভিশন ২০৩০’ প্রণয়নে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি নির্ধারণে মাহবুব উল্লাহর মেধা ও দিকনির্দেশনা বিএনপির রাজনৈতিক দর্শনকে সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিন্তাশীল ও দায়িত্ববান রাজনীতিই পারে গণতান্ত্রিক সংগ্রামের অর্জনকে অর্থবহ করে তুলতে।

Please share your comment: