গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মাসব্যাপী প্রচারণায় নামছে জামায়াতসহ আট দল

News Desk Published: 08 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে অনড় থাকা জামায়াতসহ আটটি রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মাসব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকেই এই প্রচারণা শুরু হবে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান আট দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তফসিল ঘোষণার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি আসনে আট দল থেকে একজন করে সমন্বিত প্রার্থী দেওয়ার বিষয়েও তারা নীতিগতভাবে একমত হয়েছেন।

এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করার সরকারি সিদ্ধান্তের কারণে গণভোটে ‘হ্যাঁ’-কে জয়ী করতে আট দল উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে মাসব্যাপী লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন পরিচালনা করা হবে। তবে বিজয় দিবসের কর্মসূচি তারা আলাদাভাবে পালন করবে।

এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আট দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা।

এদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে ইতোমধ্যে দেশের আট বিভাগে সমাবেশ শেষ করেছে ইসলামী দলগুলো।

Please share your comment:

Related