পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

National Desk Published: 05 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

গণতন্ত্রবিরোধী পরাজিত শক্তির যেন আর পুনরুত্থান না ঘটে—সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, ৬ ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই তারিখে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান হয়েছিল। ১৯৮২ সালের ২৪ মার্চ পেশাগত শপথ ভঙ্গ করে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করে জারি করেছিলেন অসাংবিধানিক শাসন।

তারেক রহমান উল্লেখ করেন, যে সাংবিধানিক রাজনীতি বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা দিয়েছিল, যার পথিকৃৎ ছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান—সেই ভিত্তিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন এরশাদ।

তিনি আরও লিখেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ নয় বছর দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে সংগ্রাম চালিয়ে যান এবং গড়ে তোলেন এক দুর্বার গণআন্দোলন। তারই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তিতে পরাজিত হয় স্বৈরশাসন এবং গণতন্ত্র ফিরে আসে।

Please share your comment:

Related