ধানমন্ডিতে বাবার বাসা মাহবুব ভবনে গেলেন জুবাইদা রহমান
এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে ধানমন্ডিতে বাবার বাসা ‘মাহবুব ভবনে’ গিয়েছেন ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর ২টা ৪৭ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বের হন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘ভাবি লন্ডন থেকে দেশে ফিরেই সরাসরি এভারকেয়ারে যান। ম্যাডামের শয্যার পাশে সময় কাটিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে বৈঠকে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়েও আলোচনা করেছেন। এখন তিনি ধানমন্ডিতে বাবার (প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান) বাসা মাহবুব ভবনে আছেন। সেখানে তাঁর মা সৈয়দা ইকবাল মান্দবানু অবস্থান করছেন।’
এর আগে শুক্রবার সকাল ১০টা ৪৩ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা। সকাল পৌনে ১১টায় ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি। দুপুর পৌনে ১২টার দিকে তাঁর বহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
জানা গেছে, অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান।
এদিকে কাতারের আমিরের উপহারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়েছে। শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসতে পারছে না। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) এসে পৌঁছাতে পারে।’
তিনি আরও জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হবে।’

Please share your comment: