চিকিৎসকরা সম্মতি দিলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল
শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না—তা জানাবেন চিকিৎসকরা। তাদের সম্মতি মিললে আগামী রোববারই তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাকে ইংল্যান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। কারাগারে চিকিৎসা না পাওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া নিজেকে উৎসর্গ করেছেন।
এর আগে মির্জা ফখরুল জানান, কারিগরি ত্রুটির কারণে আজ কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারছে না। সবকিছু ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় আসতে পারে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please share your comment: