জোবাইদা রহমান দেশে আসছেন শুক্রবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বৃহস্পতিবারই (৪ ডিসেম্বর) লন্ডন থেকে রওনা হয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ফ্লাইটের ব্যবস্থা চূড়ান্ত হলে জোবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর আগেই খালেদা জিয়াকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা হবে একটি দল। এই দলে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক এবং ব্যক্তিগত সহকারী।
জোবাইদা রহমানের আগমন নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি জানান।
মাহদী আমিন লিখেছেন, ‘মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরিশ্রম, দেশবাসীর দোয়া এবং কূটনীতিকদের সহযোগিতায় ম্যাডামের শারীরিক অগ্রগতি হয়েছে, আলহামদুলিল্লাহ। উন্নত চিকিৎসা নিশ্চিতে খুব শিগগির লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরও জানান, ‘চিকিৎসা প্রক্রিয়ার কেন্দ্রে আছেন ডা. জোবাইদা রহমান। তিনি আজই রওনা হয়ে কাল সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে পারেন।’
তিনি বলেন, ‘তার আগেই ফ্লাইট প্রস্তুত হলে, রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসেছেন। শামিলা রহমানসহ চিকিৎসক ও স্টাফরা এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন।’
‘খালেদা জিয়ার চিকিৎসার প্রতিটি বিষয় সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান’, যোগ করেন তিনি।
২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়াসহ নানা জটিলতায় তিনি এখনো সেখানে চিকিৎসাধীন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডে জোবাইদা রহমানও আছেন।

Please share your comment: