কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে ঢাকায় পৌঁছাবে।
বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আপনারা জেনে থাকবেন—কাতারের আমির ব্যক্তিগত উদ্যোগে অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। আজ রাতেই তা ঢাকায় অবতরণ করবে এবং ভোরের দিকেই দেশনেত্রীকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবে।’
মির্জা ফখরুল জানান, প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও লন্ডনে যাবে।
তিনি আরও বলেন, ‘এই এয়ার অ্যাম্বুলেন্স এমনভাবে সজ্জিত যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে রোগীর সব জরুরি চিকিৎসা সুবিধা রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি—তিনি যেন দেশনেত্রীকে নিরাপদে পৌঁছে দেন এবং সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
সংবাদ সম্মেলনে তিনি দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসহীন প্রতীক বেগম জিয়ার অসুস্থতায় দেশজুড়ে মানুষ উদ্বিগ্ন। সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।’
মহাসচিব আরও জানান, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

Please share your comment: