দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ সালের বিপ্লব প্রমাণ করেছে—দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই। এ দেশের যুবসমাজই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে এসেছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, স্বাধীনতার পর ক্ষমতায় থাকা দলগুলো উন্নয়নের নামে মানুষকে বিভ্রান্ত করেছে। সীমাহীন দুর্নীতি ও লুটপাটের ফলে দেশের মেহনতি মানুষের সম্পদ ধ্বংস হয়েছে। খেলাফত মজলিস প্রতিশ্রুতি নিয়েছে—আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সব নাগরিকের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও দাবি করেন, আগামী সরকারে ক্ষমতার অংশীদার হবে খেলাফত মজলিস।
নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে আহমদ আলীর প্রার্থিতা ঘোষণা করেন মামুনুল হক।

Please share your comment: