জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল: মির্জা আব্বাস

National Desk Published: 03 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলটির জন্য আওয়ামী লীগই ভালো ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। আজ বড় বড় কথা বলছে। আমরা আওয়ামী লীগের মতো করতে পারব না, তাই তাদের গলার আওয়াজ বেড়েছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মতো এরাও একটি অসভ্য দল। তারা ধর্ম বিকৃতকারী। ইসলাম নয়, মওদুদীবাদে বিশ্বাস করে। জনগণকে আর বোকা বানানো যাবে না।”

Please share your comment:

Related