তলবের ১০ মিনিটে হাজির, ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

National Desk Published: 03 ডিসেম্বর 2025 20:12 পিএম

ফাইল ছবি

গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ট্রাইব্যুনালের তলবে মাত্র ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আইনজীবী জেড আই খান পান্না। তাঁর জায়গায় আবারও স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী আমির হোসেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ বর্তমানে শেখ হাসিনার আমলের গুমের ঘটনায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাষ্ট্রপক্ষের অভিযোগ তুলে ধরেন—বিচারবহির্ভূত হত্যা, টিএফআই সেলে রাজনৈতিক ভিন্নমতের মানুষকে ধরে এনে নির্যাতনসহ গুরুতর অপরাধে অভিযুক্ত এই কর্মকর্তারা যুক্ত ছিলেন।

গত ২৩ নভেম্বর জেড আই খান পান্না ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেন এবং ট্রাইব্যুনাল তাঁকে তাৎক্ষণিকভাবে নিয়োগও দেয়।
তবে পরে তিনি ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে মামলার দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। এ ঘটনায় ট্রাইব্যুনাল আজ ক্ষোভ প্রকাশ করে তাঁকে তলব করে। আদালতে উপস্থিত হয়ে পান্না নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

তাঁর সরে দাঁড়ানোর পর শেখ হাসিনার পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী আমির হোসেনকে, যিনি জুলাই–মানবতাবিরোধী অপরাধ মামলাতেও স্টেট ডিফেন্সের দায়িত্ব পালন করছিলেন।

Please share your comment:

Related