নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণই সরকারকে উৎখাত করবে: চরমোনাই পীর রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে ৫ দফা দাবি আদায়ে আন্দোলনরত আট ইসলামী দলের বিভাগীয় সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
রেজাউল করীম বলেন, ‘যেমনটি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল, ঠিক তেমনভাবে জনগণ যদি প্রয়োজন মনে করে, স্বৈরাচারদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। বাংলাদেশে আর কোনো খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থপাচারকারীদের জায়গা হবে না।’ তিনি দেশের পরিবেশ অশান্ত করার পায়তারা করা ব্যক্তিদের কঠোরভাবে সতর্কও করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের আর সুযোগ দেওয়া হবে না। চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে যারা জড়িত, তাদের সময় শেষ হয়ে গেছে। ইসলামপন্থীরা ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, অবিচার, খুনাখুনি আর থাকবে না।’
সমাবেশের সভাপতি জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ‘আমরা আটদল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আসুন আমরা একসঙ্গে কোরআনের আইন চালু করি। আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।’
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Please share your comment: