বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন— “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, উনি তা গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি আছে কি না, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কিছু বলা যাবে না। বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগও নেই।”
গুজব রটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন— “বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে বিশ্বাস করবেন না, গুজব ছড়াবেন না।” ডা. জাহিদ জানান, চিকিৎসা প্রক্রিয়ায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে।
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন— “দোয়ার কারণেই হয়তো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।”

Please share your comment: