বিদেশি প্রভুদের সহায়তায় কেউ ক্ষমতায় আসতে পারবে না: মামুনুল হক
বিদেশি শক্তির সহায়তায় কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
মামুনুল হক বলেন, “বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত—একটি পক্ষ বিদেশি আধিপত্যবাদের পরিকল্পনা বাস্তবায়ন করে, অন্যটি দেশের স্বাধীনতাকামী। কেউ ৭২–এর বাকশাল চিন্তায়, আবার কেউ ২৪–এর বিপ্লবের আদর্শে বিশ্বাসী। আমরা ২৪–এর শক্তি।”
তিনি বলেন, “বিদেশি প্রভুদের খুশি করে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তাদের বুঝতে হবে—আমরা বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের পক্ষে। গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দিতে হবে; কেউ ‘না’ বললে ধরে নেব, তারা ফ্যাসিবাদের সঙ্গেই আছেন।”
জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত করতে অবশ্যই গণভোট আয়োজন প্রয়োজন বলে উল্লেখ করেন খেলাফত মজলিসের আমির। তার অভিযোগ, “যারা বিপ্লবের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে বুঝতে পারেননি, তারাই সরকারকে বিভ্রান্ত করছেন।”
তিনি আরও বলেন, “শান্তি ও ঐক্যের স্বার্থে গণভোট আলাদা দিনে করতে হবে। যদি তা না করা হয়, তাহলে অন্তর্বর্তী সরকারকে ইতিহাস ক্ষমা করবে না। কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে।”

Please share your comment: