তড়িঘড়ি করে দুটি আইন পাসের চেষ্টা—সরকারকে সতর্ক করলেন মির্জা ফখরুল
অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে দুটি গুরুত্বপূর্ণ আইন পাস করাতে চাইছে—এ অভিযোগ তুলে কঠোর আপত্তি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সরকার দ্রুত সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও-সংক্রান্ত আরেকটি আইন পাসের উদ্যোগ নিয়েছে।
ফখরুলের দাবি, নির্বাচনের আগে এমন গুরুত্বপূর্ণ আইন পাসের প্রচেষ্টার পেছনে সরকারের “ভিন্ন উদ্দেশ্য” রয়েছে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া এভাবে তড়িঘড়ি করে আইন পাস করা কোনোভাবেই সমীচীন নয়।
বিএনপি মহাসচিবের মতে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মাধ্যমে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকুন।”

Please share your comment: