টানা তৃতীয়বার জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান
টানা তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির হিসেবে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল–ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে ডা. শফিকুর রহমান বলেন, “আমি নিজেকে এই পদের যোগ্য মনে করি না; তারপরও যে দায়িত্ব জনগণ ও সংগঠন আমাকে দিয়েছে, তা সম্মিলিতভাবে পালন করব।” তিনি অনুরোধ করেন—ভুল হলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাকে সংশোধনের সুযোগ দিতে।
দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের আমির বলেন, “দলীয় কারণে দেশের মানুষ কষ্ট পাবে—এটা আমরা চাই না। দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের অগ্রগতি থমকে গিয়েছিল। বিগত ১৬ বছর আমরা ভয়াবহ সময় পার করেছি—নির্যাতন, কারাবরণ, মজলুম অবস্থা ছিল আমাদের ভাগ্য।”
ডা. শফিকুর রহমান প্রথমবার ২০১৯ সালের ১২ নভেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ৩১ অক্টোবর আমির নির্বাচিত হয়েছিলেন। এর আগে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।
জামায়াতের গঠনতন্ত্র অনুসারে, জাতীয় কাউন্সিলের সদস্যরা আমির নির্বাচন করেন গোপন ভোটে এবং শপথ গ্রহণের মাধ্যমেই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

Please share your comment: