খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত দুই দিনে আরও অবনতির দিকেই গেছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। আজ শুক্রবার নয়াপল্টন জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসকদের মতে খালেদা জিয়ার অবস্থা “অত্যন্ত সংকটময়”।
তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। এখন তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তাঁর অবস্থা খুবই সংকটময়।”
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টন মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিভিন্ন অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা অসুস্থতায় ভুগছেন। রবিবার রাতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। ১১৭ দিনের চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। এর পর থেকে একাধিকবার শারীরিক জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

Please share your comment: