সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

National Desk Published: 27 নভেম্বর 2025 15:11 পিএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গঠিত মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞরা সিসিইউতেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বোর্ডের এক সদস্য জানিয়েছেন, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে। মাল্টি ডিজিজ জটিলতার কারণে চিকিৎসা দিতে বাড়তি ঝুঁকি রয়েছে। বিভিন্ন পরীক্ষার রিপোর্টে ভালো–মন্দ দুই ধরনের ফল এসেছে।

গত রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। হাসপাতালে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও। খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যাওয়া খালেদা জিয়া ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please share your comment:

Related