‘স্বাস্থ্য পরীক্ষা করাতে’ হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

News Desk Published: 23 নভেম্বর 2025 21:11 পিএম

ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তিনি জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করা প্রয়োজন হওয়ায় চেয়ারপারসনকে হাসপাতালে আনা হয়েছে।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের অনুমতি নিয়েই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানায় তার প্রেস উইং।

খালেদা জিয়া সর্বশেষ গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যও কয়েক দফা তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

Please share your comment:

Related