ইমাম-খতিবদের নেতৃত্বেই সমাজ গড়তে চাই: জামায়াত আমির
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম বলেছেন, মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কমিটি আলেম-ওলামাদের পরামর্শেই গঠিত হওয়া উচিত।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, নবীজির আদর্শ বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মসজিদ কমিটি ইমাম ও খতিবদের সহযোগিতার ভিত্তিতেই তৈরি হওয়া উচিত।
ইমাম-আলেমদের প্রতি সমর্থন জানিয়ে জামায়াত আমির বলেন, “আমরা আপনাদের পেছনে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে উঠুক।”

Please share your comment: