এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামলেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নেন তিনি।
সুজন বলেন, “অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়েও সংসদে যেতে পারি। মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সুজন সাধারণ মানুষের কাছে আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন। অনেকে তাঁকে “মানুষের রাজনীতি”র নতুন মুখ হিসেবেও দেখছেন। মনোনয়নপত্র নেওয়ার ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনেও আলোচনার ঝড় উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, জুলাই বিপ্লবের এই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবার হয়তো নির্বাচনের মঞ্চেও দেখা যাবে।

Please share your comment: