আজ থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক আদলে পরিচালনার আহ্বান খসরুর

News Desk Published: 20 নভেম্বর 2025 15:11 পিএম

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) সরকারের আদলে পরিচালনার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচন থেকে কেয়ারটেকার ব্যবস্থা শুরু হবে—এটা মাথায় রেখে আজ থেকেই বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে চলতে হবে।’

তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচাল, বাধাগ্রস্ত ও বিলম্বিত করতে নানা অপচেষ্টা চলছে। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিজ্ঞ নাবিকের মতো এগোচ্ছি। এত বাধা-বিপত্তি সত্ত্বেও আমাদের লক্ষ্য নির্বাচনের দিকেই।’

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের অচলাবস্থা কাটবে না বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, ‘১৫ বছরের পর এখন ১৫ মাসে ভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে। জনগণের প্রতিনিধিত্বের ঘাটতি আছে। যেখানে রাজনৈতিক সমর্থন থাকবে না, সেখানে সরকার জনগণের কাছে দায়বদ্ধও থাকবে না, জনগণের চাহিদা বুঝবে না।’

Please share your comment:

Related