রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজুর রহমান দারুণ বাজিমাত করেছেন। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ১৯তম আসরের নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে অর্জিত স্থান।
নিলামে মোস্তাফিজের নাম উঠে আসে রাতের শুরুতে। প্রথমে দিল্লি ক্যাপিটালস, এরপর চেন্নাই সুপার কিংস এবং অবশেষে কলকাতা মোস্তাফিজকে দলে নেওয়ার লড়াইয়ে যোগ দেয়। শেষ পর্যন্ত কলকাতার সঙ্গে চেন্নাইকে হারিয়ে টাইগার পেসারকে নিজেদের করে নেয় ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের ইতিহাসে এর আগে সর্বোচ্চ দামি বাংলাদেশি ছিলেন সাকিব আল হাসান। ২০২১ সালে কলকাতা তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। মোস্তাফিজ এর আগে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দামের খেলোয়াড় হননি।
মোস্তাফিজ এ পর্যন্ত আইপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন—সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং এবার কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচে তার ইকোনমি রেট ৮.১৩ এবং ২৮.৪৫ গড়ে ৬৫ উইকেট। ২০১৬ সালের অভিষেক আসরে হায়দ্রাবাদকে প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Please share your comment: