বিশ্বকাপে খেলতে না পারলেও মাঠে দর্শক হিসেবে থাকতে চান মেসি
২০২৬ বিশ্বকাপে খেলতে না পারলেও মাঠে দর্শক হিসেবে থাকতে চান লিওনেল মেসি। সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবু এবারের বিশ্বকাপ খেলতে চান আর্জেন্টাইন অধিনায়ক। স্কালোনির দলে আস্থা রেখে আবারও সোনার ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন তিনি।
দীর্ঘ তিন যুগ পর ২০২২ সালে কাতারে মেসির হাত ধরেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ৩৮ বছর বয়স পেরোলেও ইন্টার মায়ামির হয়ে গোল-অ্যাসিস্টে মাঠ মাতিয়ে চলেছেন ফুটবল জাদুকর। তাকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার কোটি সমর্থক ও সতীর্থরা।
তবে বড় প্রশ্ন—মেসি কি সত্যিই খেলবেন ২০২৬ বিশ্বকাপে? ইএসপিএন আর্জেন্টিনার স্পোর্টস সেন্টার শো–তে এ প্রশ্নের উত্তরে আবারও রাখলেন অনিশ্চয়তার ইঙ্গিত।
মেসি বলেন, “আশা করি আমি বিশ্বকাপে থাকতে পারবো। আমি সেখানে ভীষণভাবে থাকতে চাই। স্কালোনিও সবসময় বলে, যেকোনো ভূমিকায়ই সে আমাকে দলে চায়। যদি পরিস্থিতি প্রতিকূল হয়, যদি খেলতে না-ও পারি, অন্তত দর্শক হিসেবেও মাঠে থাকবো। সেটাও হবে বিশেষ অনুভূতি।”
দক্ষিণ আমেরিকার সেরা দল হয়েই বাছাইপর্বে বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। সতীর্থদের মানসিক দৃঢ়তা, কোচ স্কালোনির নেতৃত্ব এবং দলে বিদ্যমান উৎসাহ–উদ্দীপনার কথা উল্লেখ করে মেসি বলেন, “এটা বিজয়ীর দল। সবাই আরও জিততে চায়, সেই তাগিদ খুব ছোঁয়াচে।”
তবে বিশ্বকাপ জেতা যে কঠিন, সে বাস্তবতাও তুলে ধরেছেন তিনি। “স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল বা জার্মানির মতো দলগুলোও আবার শিরোপা জিততে মরিয়া।”

Please share your comment: