ঘটনাবহুল লিগ ম্যাচে মোহামেডানকে হারিয়ে প্রতিশোধ নিল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক Published: 12 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল লিগে উত্তাপ ছড়ানো ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১২ ডিসেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিতর্কও ছিল তুঙ্গে। শেষদিকে মোজাফ্ফর মোজাফ্ফরভের লাল কার্ড ম্যাচটিকে আরও উত্তপ্ত করে তোলে।

ম্যাচে প্রথম সুযোগ পায় মোহামেডান। তবে গোলের দেখা পায় কিংসই—১৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা ক্রসে বাতাসে ভেসে থাকা বল থেকে নিচু শটে জাল খুঁজে নেন রাকিব হোসেন। এরপর ফাহিমের কর্নার থেকে ইমানুয়েল টনির হেড উপরের জাল কাঁপায়। ৩১তম মিনিটে মোজাফ্ফরভের ফ্রি কিক ফিরিয়ে দেন কিংস গোলকিপার জিকো।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। ৭৪তম মিনিটে বদলি কিউবা মিচেল সহজ সুযোগ হাতছাড়া করেন। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ডোরিয়েলটন—সতীর্থের লং পাস থেকে ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন তিনি।

এর পরেই বিতর্কিত মুহূর্ত। বল দখলের লড়াইয়ে সোহেল রানার মুখে আঘাত করে বসেন মোজাফ্ফরভ। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখালে উত্তেজিত প্রতিক্রিয়া দেখান উজবেক মিডফিল্ডার। সতীর্থরা কোনোমতে তাকে শান্ত করে মাঠের বাইরে নিয়ে যান।

জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বসুন্ধরা কিংস। ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান।

Please share your comment:

Related