৪ ম্যাচে টানা হারের ধাক্কা, ফিফা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ নারী দল
টানা চার আন্তর্জাতিক ম্যাচে পরাজয়ের তেতো ফল পেল বাংলাদেশ নারী ফুটবল দল। আগস্টে রেকর্ড অগ্রগতি দেখালেও ডিসেম্বরের নতুন ফিফা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়েছে দলটি। সর্বশেষ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১১২তম।
আগস্টের র্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে উঠে নজর কেড়েছিল লাল–সবুজের প্রতিনিধিরা। কিন্তু এরপর চার ম্যাচে বড় ব্যবধানে হারের প্রভাব সরাসরি পড়েছে রেটিং পয়েন্টে। থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হার এবং তিন জাতি সিরিজে মালয়েশিয়া ও আজারবাইজানের বিরুদ্ধে ১-০ ও ২-১ ব্যবধানে পরাজয় দলকে অচলাবস্থায় ফেলে দেয়। এই চার ম্যাচে মাত্র ২ গোল করলেও হজম করতে হয়েছে ১১টি।
হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১২.২৬ কমে দাঁড়িয়েছে ১১৬৭.৬১১। অথচ আগস্টে সবচেয়ে বেশি (+৮০.৫১) পয়েন্ট অর্জন করেই আলোচনায় এসেছিল দলটি।
দক্ষিণ এশিয়ায় এখনো শীর্ষে ভারত (৬৭তম), যদিও তারাও ৪ ধাপ পিছিয়েছে। নেপালের অবস্থান অপরিবর্তিত থেকে ৮৯তম। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন, তার পর যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড ও সুইডেন।
বাংলাদেশ নারী দলের সামনে এখন বড় প্রশ্ন—হারের ধাক্কা কাটিয়ে নতুন বছরে কীভাবে ফিরবে পুরোনো ছন্দে?

Please share your comment: