সিরিজের সর্বোচ্চ সংগ্রহ গড়েও জয় পেল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক Published: 10 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

সিরিজে নিজেদের সর্বোচ্চ রান তুলেও জয়ের মুখ দেখল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজার একাডেমি মাঠে চতুর্থ টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েও ৬ উইকেটে হেরে যায় স্বাগতিকরা। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরে আসে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১২৬ রান। চলমান সিরিজে এটাই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে আগের ম্যাচগুলোর তুলনায় বড় এই রানও পাকিস্তানের জন্য তেমন পরীক্ষার হয়ে উঠেনি। ১১ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।

বাংলাদেশের ইনিংসে তিন নম্বরে নেমে ৩৪ বলে ৩৫ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন অচেনা জান্নাত। মাইমুনা নাহার করেন ২৪ রান, সুমাইয়া আক্তার সুবর্ণার ব্যাট থেকে আসে ২০ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম ও মেমুনা খালিদ নেন দুটি করে উইকেট।

জবাবে পাকিস্তানের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেন ফিজা ফিয়াজ। পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। দলপতি ইমা নাসির অপরাজিত থাকেন ৪২ রানে। তাদের ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতেই শেষ পর্যন্ত বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়।

এই মাঠেই শুক্রবার সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ এখন সমতায় থাকায় পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ঘিরে বাড়তি উত্তেজনা থাকছেই।

Please share your comment:

Related