টি-টোয়েন্টির পর লাল বলেও শ্রেষ্ঠত্ব রংপুরের

স্পোর্টস ডেস্ক Published: 09 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে চলতি মৌসুমে দাপুটে আধিপত্য দেখাল রংপুর বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিনের সংস্করণে শিরোপা জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসব করেছে দলটি। লাল বলের এই সাফল্যের মাধ্যমে মৌসুমে ‘ডাবল’ জয়ের কীর্তি গড়ল রংপুর।

সোমবার (৮ ডিসেম্বর) এক ম্যাচ বাকি থাকতেই খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রংপুর। এরপর সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় শিরোপা নিশ্চিত হয়ে যায় উত্তরাঞ্চলের দলটির।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে সিলেটের জন্য বরিশালের বিপক্ষে জয় ছিল বাধ্যতামূলক। তবে শেষ দিনে ৩২০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ উইকেটে ১৮৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ড্রতেই শেষ হয় ম্যাচ, আর ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর।

২৮ পয়েন্ট নিয়ে সিলেট রানার্সআপ হওয়া ছাড়াও আলোচনায় ছিল নতুন দল ময়মনসিংহ বিভাগ। অলরাউন্ডার আবু হায়দারের সেঞ্চুরি সত্ত্বেও জয় না পাওয়া ময়মনসিংহ ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আসর শেষ করে।

এর আগেই গত অক্টোবরে এনসিএল টি-টোয়েন্টি শিরোপা জিতেছিল রংপুর। চারদিনের ক্রিকেটে এটি তাদের তৃতীয় শিরোপা—আগে জিতেছিল ২০১৪–১৫ ও ২০২২–২৩ মৌসুমে।

Please share your comment:

Related