টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করল ভারত

স্পোর্টস ডেস্ক Published: 03 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে জার্সি প্রকাশ করা হয়। এ বছরের বিশ্বকাপে ভারতীয় দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রোহিত শর্মা, যিনি গত আসরে ভারতের শিরোপা–জয়ে নেতৃত্ব দেন।

উন্মোচন অনুষ্ঠানে রোহিত শর্মার সঙ্গে ছিলেন তরুণ ব্যাটার তিলক ভার্মা এবং বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া।

রোহিত বলেন, “২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। পরের শিরোপার জন্য ১৫ বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘ যাত্রায় ছিল অনেক উত্থান–পতন। গতবার আবার শিরোপা তোলা ছিল অসাধারণ অনুভূতি।”

তিনি আরও বলেন, “আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। আশা করছি দারুণ প্রতিযোগিতা হবে। দলের জন্য আমার শুভকামনা বরাবরই আছে। সমর্থকেরা পাশে থাকবেন, আর ক্রিকেটাররা সেরাটাই দেবে।”

টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়াকুমার যাদব মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুসতাক আলি ট্রফিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে থাকতে পারেননি।

Please share your comment:

Related