বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক Published: 28 নভেম্বর 2025 19:11 পিএম

ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দ ধরে রেখে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পূর্ব তিমুর, ব্রুনাই ও শ্রীলঙ্কার পর এবার লাল–সবুজদের সামনে হার মানল তুলনামূলক শক্তিশালী বাহরাইন।

শুক্রবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে বাহরাইনকে ২–১ ব্যবধানে পরাজিত করে অপরাজিত ধারায় এগিয়ে গেল গোলাম রব্বানি ছোটনের দল।

আগের তিন ম্যাচে ১৮ গোল করলেও বাহরাইনের বিপক্ষে ম্যাচটি ছিল বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে দুটি দলই সুযোগ পেলেও কেউই জালের দেখা পায়নি। বাংলাদেশের রিফাত কাজী একাধিক সুযোগ নষ্ট করেন, আর অন্যদিকে গোলরক্ষক আলিফ রহমান ও ডিফেন্ডার কামালের দৃঢ়তায় বাঁচে বাংলাদেশ।

বিরতির পর ৫৯ মিনিটে লিড নেয় বাংলাদেশ। সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাহরাইনের ডিফেন্ডাররা, আর নামার পরই ‘সুপার সাব’ হিসেবে বায়েজিত চমৎকার শটে দলকে এগিয়ে দেন।
৭২ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস থেকে মানিক দুর্দান্ত লং শটে ব্যবধান বাড়ান।
৮৫ মিনিটে এক গোল শোধ করলেও আর মাঠে ফিরতে পারেনি বাহরাইন।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ। তবে মূলপর্বে যাওয়ার লড়াই এখনও বাকি—কারণ শেষ ম্যাচে ৩০ নভেম্বর প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক চীন। সেই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশ সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূলপর্বে যেতে পারবে কি না।

Please share your comment:

Related