প্রথম টি-টোয়েন্টিতে ধরাশায়ী বাংলাদেশ, আয়ারল্যান্ডের দাপুটে জয়
চট্টগ্রামের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাওহীদ হৃদয়ের একক লড়াই ছাড়া ব্যর্থ হলো পুরো দল। বৃহস্পতিবার ৩৯ রানে হেরে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে গেল লাল–সবুজরা।
রান তাড়ায় নেমেই ধস। মাত্র ১৮ রানে হারায় প্রথম চার উইকেট—তানজিদ তামিম (১), পারভেজ ইমন (১), অধিনায়ক লিটন দাস (২) ও সাইফ হাসান (৬)। এরপর হৃদয় ও জাকের আলীর ৪৮ রানের জুটি কিছুটা আশার আলো জাগালেও সেখানেই শেষ। জাকের ২০ রান করে ফিরতেই আবারও ধস নামে ইনিংসে।
একাই লড়াই চালিয়ে যান তাওহীদ হৃদয়। ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ারসেরা ৮৩ রানে অপরাজিত থেকেও রক্ষা করতে পারেননি দলকে। অপরপ্রান্তে কেউ দাঁড়াতে না পারায় ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায় বাংলাদেশ। ম্যাথিউ হামফ্রিস ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট।
এর আগে আয়ারল্যান্ড ব্যাট করে ৪ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে। হ্যারি টেক্টর ৪৫ বলে ৬৯* রানে ইনিংস টেনে নেন। টিম টেক্টর (৩২) ও ক্যাম্ফার (২৪) ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে ছিলেন মোস্তাফিজ—৪ ওভারে ২৩ রান, তবে উইকেটশূন্য। তানজিম সাকিব নেন ২টি, শরিফুল ও রিশাদ ১টি করে উইকেট।
আগামী ২৯ নভেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরার চ্যালেঞ্জ এখন টাইগারদের সামনে।

Please share your comment: