বিপিএল নিলামের ড্রাফটে ৩ ভারতীয়, আছেন সুইডেনেরও একজন

স্পোর্টস ডেস্ক Published: 27 নভেম্বর 2025 17:11 পিএম

বিপিএলের নিলাম উপলক্ষে খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। ছবি: বিপিএল

আগামী মাসে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। তার আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। আজ প্রকাশিত ড্রাফটে স্থানীয় ক্রিকেটার আছেন ১৫৬ জন, আর বিদেশি ক্রিকেটার প্রায় আড়াইশ।

এদের মধ্যে সবচেয়ে আলোচনায় তিন ভারতীয় ক্রিকেটারের নাম। সাধারণত ভারতীয় ক্রিকেটাররা বিদেশি লিগে খেলতে পারেন না—এ জন্যই সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলামে নাম দিয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার পিযুষ চাওলা। ভারতের হয়ে ৩ টেস্ট, ২৫ ওয়ানডে ও ৭ টি–টোয়েন্টি খেলা চাওলা আছেন নিলামের ‘এ’ ক্যাটাগরিতে।

ভারতের অন্য দুই ক্রিকেটার—আরিয়ান সাক্সেনা ও আকার্শিত গোমেল রয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। এর মধ্যে গোমেল স্বীকৃত টি–টোয়েন্টি খেলেছেন মাত্র একটি ম্যাচ, আর সাক্সেনা খেলেছেন অনূর্ধ্ব–১৯ পর্যায়ে—তাও সংযুক্ত আরব আমিরাতের হয়ে।

বিদেশিদের তালিকায় ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য। সর্বোচ্চ ৫৪ জন ইংল্যান্ডের, ৫০ জন শ্রীলঙ্কার, ৪৫ জন পাকিস্তানের এবং ৩০ জন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিলামে নিবন্ধন করেছেন। আফগানিস্তান থেকে ১৮ জন ও দক্ষিণ আফ্রিকা থেকে নাম দিয়েছেন ১১ জন। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নেপালেরও কয়েকজন আছেন। তবে নিউজিল্যান্ডের কেউ নেই।

তালিকায় নতুন চমক—সুইডেনের একজন ক্রিকেটার, নাম মো. আরিফ হোসেন। প্রথমবারের মতো স্ক্যান্ডিনেভিয়ার কোনো দেশের ক্রিকেটার বিপিএল ড্রাফটে অন্তর্ভুক্ত হলেন।

Please share your comment:

Related