শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে রোমাঞ্চকর এক ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। মূল ম্যাচে একের পর এক ভুলে ম্যাচ সুপার ওভারে গেলেও সেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে ভারতকে মাত্র শূন্য রানে থামান তিনি। ফলে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১ রান, যা ওয়াইড বলেই পেয়ে যায় দলটি।
সুপার ওভারের নাটকীয়তার আগে ২০ ওভারের খেলায়ও ছিল উত্তেজনার চরম মুহূর্ত। ১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ২১ রান, হাতে ৫ উইকেট। এমন অবস্থায় বল হাতে নিয়ে রিপন মন্ডল ৬ বলে মাত্র ৫ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এতে পাল্টে যায় ম্যাচের গতিপথ।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দারুণ সূচনা পায়। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) ও প্রিয়াংশ আর্য (২৩ বলে ৪৪) আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যায়। শেষদিকে জিতেশ শর্মা (৩৩) ও আশুতোষ শর্মা (১৩) চেষ্টা চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপেই থেকে যায় ভারত। শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান, কিন্তু তারা নিতে পারে ৩ রান—ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ও আবু হায়দার রনি নেন ২টি করে উইকেট।
সুপার ওভারে ব্যাট করতে নেমে জিতেশ শর্মাকে প্রথম বলেই ফেরান রিপন। পরের বলেই ক্যাচ উঠে আউট হন আশুতোষ। দুই বলেই ভারত অলআউট হয় ০ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন ইয়াসির আলী চৌধুরী। তবে দ্বিতীয় বলটি ওয়াইড হয়ে আসে, আর সেই রানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানের শক্তিশালী ওপেনিং এনে দেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। ১৪ বলে ২৬ রান করে জিসান আউট হলেও সোহান দলের হাল ধরে ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। শেষদিকে মেহেরব ও ইয়াসির রাব্বির ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল।

Please share your comment: