বিপিএলে বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক Published: 20 নভেম্বর 2025 15:11 পিএম

ছবি : সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়ে গেছে বিপিএলের উন্মাদনা। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে ব্যস্ত সময় পার করছে। নিলামের আগেই স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভেড়াচ্ছে পাঁচ দল। এর মধ্যে একের পর এক চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস।

ইতোমধ্যে সরাসরি চুক্তিতে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সাইফ হাসানকে দলে নিয়েছে তারা। বিদেশি সাইনিংয়েও রয়েছে চমক—বিশ্বকাপজয়ী ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। এবার টিম ম্যানেজমেন্টেও বড় চমক দিল তারা—মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস। পোস্টে তারা লিখেছে, “গতির সঙ্গে কৌশলের মেলবন্ধন—আমাদের মেন্টর শোয়েব আখতার। শুরু হোক গর্জন!”

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার খেলোয়াড়ি জীবনে তুমুল গতির জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। ক্রিকেট ছাড়ার পর কয়েক দফা কোচিংয়ে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও তা বাস্তব রূপ পায়নি। পাকিস্তানের ঘরোয়া দল স্টেইট ব্যাংকের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

অবসর–পরবর্তী সময়েও ক্রিকেটে সক্রিয় আছেন তিনি। টেলিভিশন আলোচনা, বিশ্লেষণী অনুষ্ঠানসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত উপস্থিত শোয়েব। পাশাপাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নানামুখী কনটেন্ট তৈরি করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন।

Please share your comment:

Related