অল্প বয়সে বাবা-মায়ের মৃত্যুই জীবনের মোড় ঘুরিয়ে দেয়: শাহরুখ খান

বিনোদন ডেস্ক Published: 10 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

মাত্র ১৪ বছর বয়সে বাবাকে এবং ২৪ বছর বয়সে মাকে হারানোই ছিল শাহরুখ খানের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত। বাবা-মায়ের এই শূন্যতা কীভাবে তার জীবন ও ভাবনাকে বদলে দিয়েছে, সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে সেই স্মৃতির কথাই তুলে ধরেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

দুবাইয়ে নিজের নামে একটি বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠানে বন্ধু, কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খানের সঙ্গে হাজির হন শাহরুখ। সেখানে জীবনের শুরুর দিন, সংগ্রাম আর তারকা হয়ে ওঠার পেছনের অনুপ্রেরণা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

শাহরুখ খান বলেন, অল্প বয়সে বাবা-মায়ের চলে যাওয়াই ছিল তার জীবনের বাঁকবদলকারী ঘটনা। তিনি মনে করতেন, তার বাবা-মা আকাশে তারা হয়ে গেছেন এবং আর তাকে দেখতে পারবেন না। সেই ভাবনাই তাকে আরও বেশি পরিশ্রম করতে প্রেরণা জুগিয়েছে।

তিনি জানান, নিজেকে এমন উচ্চতায় পৌঁছাতে চেয়েছেন, যাতে তার বাবা-মা ওপার থেকেও তাকে দেখতে পান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ভাস্কর্য স্থাপন এবং এখন দুবাইয়ে নিজের নামে ভবন—সবকিছুকেই তিনি সেই স্বপ্নের অংশ হিসেবে দেখেন।

ফারাহ খান তখন টাওয়ারটি দেখিয়ে বলেন, এটি তো আকাশের খুব কাছাকাছি। উত্তরে শাহরুখ বলেন, তিনি আশা করেন, সেখান থেকেই তার বাবা-মা তাকে দেখতে পাবেন।

উল্লেখ্য, শাহরুখ খানের বাবা তাজ মোহাম্মদ খান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। পরে তিনি তার মাকেও হারান।

Please share your comment:

Related