জুলাই স্মরণে বিপ্লবের নতুন গান!
৮০'র দশকের অন্যতম জনপ্রিয় 'প্রমিথিউস' ব্যান্ডদলের প্রধান ও ভোকাল বিপ্লব। দীর্ঘদিন ধরেই তিনি আছেন সুদূর যুক্তরাষ্ট্রে।
সপরিবারে থাকছেন নিউইয়র্কে। সেখান থেকেই মাঝে মাঝে গান প্রকাশ করেন তিনি। কিছু দিন আগে ‘নতুন বাংলাদেশ’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি সেই গান শ্রোতামনে দারুণ সাড়া ফেলে।
আরও একটি নতুন দেশের গানের ঘোষণা দিলেন এই গায়ক। গানের শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শিগগিরই এটি প্রকাশ করা হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে নিজের ফেসবুকে এক ভিডিওবার্তায় বিপ্লব বলেন, ‘২০২৪-এর জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখেই ‘ও প্রিয় বাংলাদেশ’ তৈরি করেছি। চেষ্টা থাকবে, প্রতি বছর ‘লাল জুলাই’কে স্মরণ করে কোনো না কোনো আয়োজনে গানটি পরিবেশন করার।’
শা/আ/দি

Please share your comment: