হাদি হত্যা মামলার প্রধান আসামি শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে শুটার ফয়সালের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ প্রদান করেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষটি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। ফয়সাল করিম মাসুদ (পাসপোর্ট নম্বর: BN0411648) যেকোনো সময় আকাশ, স্থল বা নৌপথ ব্যবহার করে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশনা ইতোমধ্যেই ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ যাতে আইনগত প্রক্রিয়া ফাঁকি দিয়ে সীমানা পার হতে না পারেন, সেজন্যই তার চলাচলের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে একটি অটোরিকশায় থাকাকালীন হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। পরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর পর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

Please share your comment: