ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়: তদন্তে চাঞ্চল্যকর তথ্য
১৩ বছর আগে রাজধানী ঢাকা থেকে নিখোঁজ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ভাগ্যে কী ঘটেছিল, সে বিষয়ে এতদিন কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তৎকালীন আওয়ামী লীগ সরকার বরং ঘটনাটিকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছিল। তবে সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, সিলেটের এই জনপ্রিয় নেতাকে গুম করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে।
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের এপ্রিলে রাজধানীর বনানীতে বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আওয়ামী লীগ সরকার আমলের গুমের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। এসব গুম-খুনের ঘটনায় র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। তদন্তে ইলিয়াস আলীকে রাস্তা থেকে তুলে নেওয়া, গুম এবং পরবর্তী সময়ে হত্যার প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর।

Please share your comment: