শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

National Desk Published: 30 নভেম্বর 2025 21:11 পিএম

ফাইল ছবি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করারও আদেশ দেন আদালত।

২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে আটক করে পুলিশ। পরদিন জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। সেদিন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তাকে আবার আদালতে হাজির করে যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে ওই মামলাতেও গ্রেফতার দেখান। পরে আদালত আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করে।

মানবতাবিরোধী অপরাধ মামলার নতুন নির্দেশনার ফলে শাহরিয়ার কবির এখন তিনটি ভিন্ন মামলায় গ্রেফতার অবস্থায় আছেন।

Please share your comment:

Related